সমবায় আইন সংস্কারে লক্ষ্যে বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত

সমবায় আইন সংস্কারে লক্ষ্যে বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত


দূর্জয় দাস, বাউফল প্রতিনিধি:   পটুয়াখালীর বাউফলে গতকাল ২৩ ডিসেম্বর, ২০২১ ইং (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘সমবায় আইন সংস্কারের লক্ষ্যে সমবায় আইন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা এএলআরডি সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেণ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আল আমিন। বিশেষ অতিথি ছিলেণ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শামসুল আলম মিয়া। বাউফল পৌঢ় নাগরিক ফোরাম সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন বাউফল সরকারি কলেজ অধ্যাপক (সাবেক) শিখা ব্যানার্জী, মুক্তিযোদ্ধা শাহজাহান মুনসী। উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদাউস মো: হানিফ, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সাহানা ইয়াসমীন উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্পিড ট্রাস্ট পরিমল ঘোষ। বক্তব্য রাখেন, সমবায় আইন ও বাস্তবপ্রয়োগ উপর বক্তব্য রাখেন, স্পিড ট্রাস্ট এনিমেটর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: আনছার উদ্দিন মোল্লা। বাউফল প্রেস ক্লাব সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রেসক্লাব কোষাধক্ষ মো: ফারুক মৃধা।
 বাংলাদেশের সংবিধান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় দর্শনের আলোকে সমবায় সমিতি আইন এর জনবান্ধব সংস্কার চাই দাবীতে স্মারকলিপি ও স্বাক্ষর ক্যাম্পেইন’’ কর্মসূচী গ্রহন করেন। উদ্দেশ্য হচ্ছে, সমবায় আইন সংস্কার চাই দাবীতে জনমত তৈরি এবং নীতি নিধারকদের দৃষ্টি আকর্ষন করা। সমবায় আইন সংস্কার চাই দাবীতে স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, স্মারকলিপি ও গনসাস্বাক্ষর সংগ্রহ এবং স্মারকলিপি প্রদান জেলা সমবায় কার্যালয়ে উপস্থাপন কর্মসূচী গ্রহন করেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় সমবায় সমিতি লীডার, এনজিও প্রতিনিধি,শিক্ষক. সরকারি কর্মকর্তা. সাংবাদিক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।